kalerkantho


পরীক্ষা দিলাম আমি, পাশ করল তাসলিমা!

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি    

২৪ এপ্রিল, ২০১৮ ১৫:৪৭পরীক্ষা দিলাম আমি, পাশ করল তাসলিমা!

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল গোঁজামিল দিয়ে প্রকাশ করার অভিযোগ উঠেছে। অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিয়েছেন ইয়াছিন আরাফাত নামের এক পরীক্ষার্থী।

ফল অনুযায়ী দেখা গেছে, রোল নম্বর আরাফাতের হলেও সেখানে নাম তাসলিমা আক্তার। বিষয়টি দেখে আক্ষেপ নিয়ে  তিনি বলেন, 'পরীক্ষা দিলাম আমি, আর পাশ করল তাসলিমা আক্তার!'

পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদর ইউপির মো. নুরুল ইসলামের ছেলে। তার রোল নম্বর ৩১১০৯৯১১।

ইয়াছিন বলেন, 'বিকেলে সাড়ে ৩টায় ফল প্রকাশের পর তা দেখে হতভম্ভ। রোল ঠিক থাকলেও নাম ও ছবি অন্যজনের। এনটিআরসিএ-এর চেয়ারম্যান ও পরিচালকের ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।'  

উল্লেখ্য, গত সোমবার বিকেলে ১৪তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল অনুযায়ী দেখা গেছে, ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ এবং কলেজ পর্যায়ে তিন হাজার ৮৭৭ জন।মন্তব্য