kalerkantho


মঠবাড়িয়ায় লতিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

২৪ এপ্রিল, ২০১৮ ১৫:৩৮মঠবাড়িয়ায় লতিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুরে মঠবাড়িয়ার সাবেক ইউপি সদস্য আবদুল লতিফ হাওলাদার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, জনপ্রতিনিধিসহ সহস্রাধিক বিক্ষুব্ধ মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, আওয়ামী লীগ নেতা ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, শ্রমিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল প্রমুখ।

বক্তারা ইউপি সদস্য লতিফ হত্যাকাণ্ডে অভিযুক্তদের  অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সকালে পিরোজপুর আদালতে দায়েরকৃত একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে মঠবাড়িয়া উপজেলার তুলাতলা নামক স্থানে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সাবেক ইউপি সদস্য আবদুল লতিফ হাওলাদারকে।

ওই ঘটনায় নিহতের ছেলে মাহাবুব হোসেন হাওলাদার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।   মন্তব্য