kalerkantho


ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০১৮ ১৫:৩০ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধামরাই মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 মন্তব্য