kalerkantho


সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০১৮ ১৩:১৫সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জগদীশ দেবনাথ (২৮)। জগদীশ ওই গ্রামের মালি রঞ্জন দেবনাথের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উলচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ঘরের বৈদ্যুতিক বাতির সুইচ দিতে যান জগদীশ। এ সময় সুইচে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক জগদীশকে মৃত ঘোষণা করেন।

 মন্তব্য