kalerkantho


ফরিদপুরে তীরন্দাজ প্রতিভা অন্বেষণ শুরু!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৩ এপ্রিল, ২০১৮ ২৩:০২ফরিদপুরে তীরন্দাজ প্রতিভা অন্বেষণ শুরু!

ফরিদপুরে তীরন্দাজ প্রতিভা অন্বেষণ কর্মসূচির বাছাই শুরু হয়েছে। সোমবার সকালে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে সালমা তানজিয়া।

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএমএ আহসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কোষাধ্যক্ষ হামিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের দেশে প্রতিভার অভাব নেই। দরকার শুধু তাদের যথাযথ প্রশিক্ষণ। তাহলে বিশ্ব ক্রীড়ায় আমরাও অবদান রাখতে পারবো।

২০২০ সালের অলিম্পিক গেমসে আরচ্যারীতে আমাদের সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে এখন থেকেই তীরন্দাজদের তৈরি হতে হবে। একমাত্র কঠোর অনুশীলনেই সাফল্য এনে দিতে পারে।

প্রসঙ্গত, ফরিদপুর অঞ্চলের বাছাইয়ের জন্য মোট চারশ ২৫ জন অংশ নেন। এর মধ্যে দুইশ ১৫ জন ছেলে এবং দুইশ ১০ জন মেয়ে। চূড়ান্ত বাছাই শেষে এ অঞ্চল থেকে মোট ২৫ জনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হবে।মন্তব্য