kalerkantho


বাকৃবিতে মৎস্য বিষয়ক কর্মশালা

'ব্যবস্থাপনার অভাবে বছরে ৬ লক্ষ মেট্রিক টন মাছ নষ্ট হয়'

বাকৃবি প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০১৮ ১৭:১৭'ব্যবস্থাপনার অভাবে বছরে ৬ লক্ষ মেট্রিক টন মাছ নষ্ট হয়'

‘আমাদের দেশে মাছ ধরার পরবর্তী সংরক্ষণের সঠিকভাবে ব্যবস্থাপনার বিষয়ে মৎস্যচাষীদের তেমন কোনো জ্ঞান নেই বললেই চলে। ফলে অনেক সময় মাছ পচে যায়। যেটি চাষীদের ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এ কারণে মৎস্যচাষীরা অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়।

সম্প্রতি গবেষণায় জানা যায়, মাছের সঠিক ব্যবস্থাপনার অভাবে বছরে ৬ লক্ষ মেট্রিক টন মাছ নষ্ট হয়। এতে প্রতি বছর প্রায় ১৮ থেকে ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়। মাছের সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করা গেলে এই ক্ষতি কমানো সম্ভব।

এ ছাড়াও চাহিদার তুলনায় মাছের বেশী উৎপাদন হওয়ায় বাজারে মাছের ন্যায্যমূল্য পাচ্ছে না। এজন্য প্রক্রিয়াজাত করণের মাধ্যমে মাছের বহু ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদেশে রপ্তানির বাজার করতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ সোমবার মৎস্য বিষয়ক কর্মশালায় মাৎস্যবিজ্ঞানীরা এইসব কথা বলেন।

মাছের সহজ ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাত করণের মাধ্যমে মূল্যবৃদ্ধি এবং মাছের খাদ্যে অসম্পৃক্ত ফ্যাটি এসিডের প্রভাব বিষয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল ১০ টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যেগে ওই কর্মশালা আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. এম এ ম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. জসিমউদ্দিন খান, সম্মানিত অতিথি হিসেবে কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়াইস কবির এবং বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ও ড. মো. নুরুল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষক, গবেষক ও স্নাতকোত্তরের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় মাছের খাদ্য, উৎপাদন, রোগ ও ব্যবস্থাপনা বিষয়ে তিনটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। স্বাদুপানির মাছ ধরার পরবর্তী করণীয় ও প্রক্রিয়াজাত করণের মাধ্যমে কিভাবে মূল্যবৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করেন বাকৃবির গবেষক অধ্যাপক  ড. এ কে এম নওশাদ আলম।

তিনি বলেন, মৎস্যচাষী, মাছের আড়ৎদার, পাইকারী ও খুচরা বিক্রেতাদের আরো বেশী সচেতন হওয়া উচিত। ভোক্তা পর্যায়ে যাতে ভেজালমুক্ত টাটকা মাছ পেতে পারে সেইভাবে ব্যবস্থাপনা করতে হবে।

এরপর মুক্ত আলোচনা করা হয়। এতে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও মৎস্যচাষীরা প্রশ্ন করেন এবং গবেষকেরা পরামর্শ প্রদান করেন।মন্তব্য