kalerkantho


সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪০

সাতক্ষীরা প্রতিনিধি    

২৩ এপ্রিল, ২০১৮ ১৪:৪৭সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪০

সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের কর্মীসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা সাতক্ষীরা সদর থানা থেকে পাঁচজন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা সাতজন, আশাশুনি থানা থেকে চারজন, দেবহাটা থানা থেকে তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।মন্তব্য