kalerkantho


বরিশালে জাটকাসহ আটক দুই জনের জরিমানা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ এপ্রিল, ২০১৮ ১৪:৪৭বরিশালে জাটকাসহ আটক দুই জনের জরিমানা

বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে দুই মণ জাটকাসহ দুই যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি এ জরিমানা করেন। এ সময় জব্দ হওয়া জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এর আগে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে রুপাতলী এলাকার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- নগরের রুপাতলী এলাকার বাসিন্দা অটোচালক আরিফ (১৯) ও জাটকা বিক্রেতা ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা লালচান ফরাজী (১৮)।

বরিশাল সদর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ ফকির বিষয়টি নিশ্চিত বরছেন। তিনি জানান, জাটকাগুলো নদী থেকে আরোহন করে বরিশালের উদ্দেশে নেওয়ার পথে জাটকা পাচারের সঙ্গে জড়িত ওই দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে জাটকা বিক্রেতা লালচান ফরাজীকে পাঁচ হাজার টাকা ও অটোরিকশা চালক আরিফকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

 মন্তব্য