kalerkantho


কুমিল্লার আমদিঘীর অবৈধ ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক    

২৩ এপ্রিল, ২০১৮ ০৩:৪৩কুমিল্লার আমদিঘীর অবৈধ ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার আমদিঘীকে প্লট দেখিয়ে অবৈধ ভরাট করা বন্ধে গৃহায়ন ও গণপূর্ত, স্বরাষ্ট্র এবং পরিবেশ ও বন সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ জনের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

কুমিল্লা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকার (সিজেএডি) সাধারণ সম্পাদক মো. দিদারুল আলমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া গতকাল রবিবার এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, ঐতিহ্যবাহী ওই দিঘীটিকে প্লট দেখিয়ে তা ভরাট করা হচ্ছে মর্মে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, শহরের ঐতিহ্যবাহী দিঘীটি আইন অমান্য করে ভরাট করা হচ্ছে। এ কারণে অবৈধ ভরাট কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী দিঘীটি অবৈধভাবে ভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।মন্তব্য