kalerkantho


রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিসভা

গোপালগঞ্জ প্রতিনিধি    

২২ এপ্রিল, ২০১৮ ১২:৩২রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিসভা

দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো আব্দুল হামিদ অ্যাডভোকেট-এর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে আসছেন। এ উপলক্ষে আজ রবিবার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৬ এপ্রিল রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় রাষ্ট্রপতির আগমন যথাযথভাবে সফল করতে নিরাপত্তাসহ, হেলিপ্যাড প্রস্তুতি, সমাধি সৌধে পরিচ্ছন্নতা, মেডিক্যাল টিম প্রস্তুত রাখাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মন্তব্য