kalerkantho


নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি   

১৯ এপ্রিল, ২০১৮ ২১:৩৬নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত রুহুল উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুনখোলা গ্রামের মৃত জোনাব আলী মন্ডলের ছেলে।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে গরুকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে বাড়ি ফিরছিল রুহুল আমিন। এ সময়  বিরামপুর-নবাবগঞ্জ সড়কের শওগুনখোলা গ্রামের সামনে বালু বহনকারী ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাকটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।   মন্তব্য