kalerkantho


কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

১৯ এপ্রিল, ২০১৮ ১৫:২৬কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন

পিরোজপুরের কাউখালী উপজেলা সদর ইউনিয়নের উত্তর বড় বিড়ালজুরী সত্তার হেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবন উদ্বোধন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, উপজেলা প্রকৌশলী মো. জাফর উল্লাহ, শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহামদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউখালী শাখার সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ ফকির, ছাত্রলীগ সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন, সাবেক সভাপতি মো. মাহফুজুর রহমান শাওন, শিক্ষানুরাগী মো. আজম হোসেন প্রমুখ।

পরে বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। মন্তব্য