kalerkantho


কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৯ এপ্রিল, ২০১৮ ০২:০১কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা

“চেতনার জাগরণে বই” এ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বই মেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বইমেলার উদ্বোধন করেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক এ কে এম রেজাউল করিম।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার প্রদীপ্ত খীসা, কক্সবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. গিয়াস উদ্দীন, বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট তাপস রক্ষিত, সৃজনশীল প্রকাশন সমিতির সহ-সভাপতি আলমগীর মল্লিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, বই হচ্ছে মানুষের চিরসঙ্গী। আর এই বইমেলা হচ্ছে লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনমেলা। কোনো দেশ কতটুকু সভ্য তা বোঝা যায় সে দেশের লাইব্রেরি, মিউজিয়াম ও আর্কাইভ কতটুকু সমৃদ্ধ। বই জ্ঞানের ভাণ্ডার। আমরা সৌভাগ্যবান যে, এই ডিজিটাল যুগে আমাদের বসবাস। বিশ্ব এখন হাতের মুঠোয়। আর এই বিশ্বকে জানতে হলে বেশী করে ভাল মানের বই পড়তে হবে।

বক্তারা বলেন, বই আমাদের অন্তর্দৃষ্টি উন্মুক্ত করে। বই শুধু আনন্দের জন্য নয় বাঁচার জন্যও পড়তে হবে। সামাজিক প্রেক্ষাপটে বই আমাদের মানসম্মত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। উন্নত জাতিতে পরিণত হতে শিক্ষার্থীদের অবশ্যই ভাল বই পাঠ করতে হবে। বইপড় এ উক্তিকে ধারণ করে বই পড়ার অভ্যাস গড়তে হবে।মন্তব্য