kalerkantho


ফরিদপুরে বিভিন্ন প্রকল্পে ক্ষতিপূরণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৭ এপ্রিল, ২০১৮ ২৩:০৩ফরিদপুরে বিভিন্ন প্রকল্পে ক্ষতিপূরণের চেক বিতরণ

ফরিদপুরের চারটি প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের টাকার চেক বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ ৫০ জনের মাঝে প্রায় পাঁচ কোটি টাকার চেক বিতরণ করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ সাইফুল হাসান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান প্রমুখ।

এ চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক বলেন, যারা সরকারের কথায় জনস্বার্থে উন্নয়ন কাজে নিজের জমি দেন তারা মহৎপ্রাণ। তারা শুধু জমিই দেন নি। উন্নয়ন কাজেও অংশ নিয়েছেন।

তিনি আরো বলেন, ক্ষতিপূরণের টাকা পাওয়া ক্ষতিগ্রস্থদের অধিকার। এ অধিকার যাতে কোনো ভাবেই ক্ষুণ্ণ না হয় সে দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব। তারা যেন টাকা পেতে কোনো হয়রানির শিকার না হন। সে বিষয়টি আমরা নিশ্চিত করব।

উল্লেখ্য, ওই চারটি প্রকল্প হলো, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, ফরিদপুর-বোয়ালমারী-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, নগরকান্দা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প ও ভাঙ্গা টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রকল্প।


মন্তব্য