kalerkantho


সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কমিটির শপথ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১২ এপ্রিল, ২০১৮ ১৪:৫৭সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কমিটির শপথ

ফরিদপুরে সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মো. ওমর ফারুক। 

ফরিদপুর সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জান্নাত মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  শহীদ মোল্লা, ফরিদপুর সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মির্জা নূরুল কবীর বাদল, মো. জাকির হোসেন সরদার প্রমুখ।

কমিটির সদস্যদের সততা  ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টায় শরিক হতে হবে। 

 মন্তব্য