kalerkantho


টেকনাফে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৮ ০৯:১৭টেকনাফে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেক পোস্টের পাশে প্রধান সড়কে গাড়ির চাপায় আজিজুল করিম নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। সে ওই এলাকার হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া সাংবাদিকদের জানান, দ্রুতগামী একটি ডাম্পার গাড়ি আজিজুল করিমকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে আজিজুল করিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

হাইওয়ে পুলিশ খবর পেয়ে ধাওয়া করে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানায় ওসি রনজিত কুমার বড়ুয়া।মন্তব্য