kalerkantho


লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি    

২২ মার্চ, ২০১৮ ১৯:০৭লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে প্রাথমিক পর্যায়ে উত্তরণ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ ও লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। 

পরে পৃথক সভা ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফা, র‌্যাব -১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা প্রমুখ।

শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক- শক্ষার্থীরা নিজস্ব ব্যানার নিয়ে অংশ গ্রহণ করেন।মন্তব্য