kalerkantho


হোটেল থেকে যুবকের লাশ ও অচেতন নারী উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি    

২১ মার্চ, ২০১৮ ১১:৩৩হোটেল থেকে যুবকের লাশ ও অচেতন নারী উদ্ধার

স্বামী-স্ত্রী পরিচয়ে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণে আসা জাহিদুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ আর তিনা বেগম (২২) নামের এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টায় কুয়াকাটার আবাসিক হোটেল পায়রা'র ৩০১ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মৃত জাহিদুল ইসলাম খুলনার সোনাডাঙ্গা এলাকার হাফিজুর মিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ মার্চ জাহিদুল ও তিনা স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটার আবাসিক হোটেল পায়রা'র ৩০১ নম্বর কক্ষে ওঠেন। মঙ্গলবার দিনভর তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় রাতে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে হোটেল কক্ষের দরজা ভেঙে জাহিদুলের লাশ এবং তিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। পরে তিনাকে  কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. রেফায়েত হোসেন জানান, তিনা বেগম নামের অচেতন নারী  হাসপাতালে চিকিৎসাধীন। ধরানা করা হচ্ছে তারা  অতিমাত্রায় ঘুমের ওষুধসহ অন্যান্য দ্রব্য সেবন করায় এমন অবস্থা হয়েছে। তিনা এখনো তিনি শঙ্কামুক্ত নন।

এদিকে, পুলিশ মৃত জাহিদুলের মোবাইল ফোনের মাধ্যমে অন্য কারো সঙ্গে যোগাযোগ করে জানতে পারে তার ডাক নাম বন্ধন এবং তিনি খুলনার বিএল কলেজের ছাত্র। পাশাপাশি খুলনার পথ মাদক নিরাময় কেন্দ্রে চাকরি করছিলেন তিনি। তবে মেয়েটির পরিচয় সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, 'জাহিদুল ওরফে বন্ধনের মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। তার মৃতদেহ বুধবার সকালে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর অচেতন নারীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে ঘটনার মূল রহস্য জানা যাবে।' মন্তব্য