kalerkantho


সেবা সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা

মেহেরপুর প্রতিনিধি    

২০ মার্চ, ২০১৮ ১৫:১৪সেবা সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উপলক্ষে দেশব্যাপী প্রচারভিযান ও সেবা সপ্তাহের অংশ হিসেবে মেহেরপুরে  আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

অন্যদের মধ্যে জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা জজ ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আজমসহ বিভিন্ন সরকারি, বেসরকারি  প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মন্তব্য