kalerkantho


নেপালে বিমান দুর্ঘটনা

ডামুড্যায় সমাহিত আহম্মেদ ফয়সাল

শরীয়তপুর প্রতিনিধি    

২০ মার্চ, ২০১৮ ১৪:৩৯ডামুড্যায় সমাহিত আহম্মেদ ফয়সাল

বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহম্মেদ ফয়সালের মরদেহ শরীয়তপুরের ডামুড্যায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৩টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি ডামুড্যায় পৌঁছায়।

সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ নিয়ে রাখা হয় পূর্ব  মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। বেলা বাড়ার সাথে সাথে প্রতিবেশীদের ঢল নামতে শুরু করে কলেজ মাঠে। সকাল ১০টায় পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজা শেষে তার মরদেহ নিজ বাড়ির আঙ্গিনায়  দাফন করা হয়।

ফয়সালের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপজেলা প্রশাসন, রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে। এ সময় প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সবাইকে অশ্রুশিক্ত করে চির নিদ্রায় শায়িত হন আহম্মেদ ফয়সাল।

নেপালে বিমান দুর্ঘঠনায় নিহত হন আহম্মেদ ফয়সাল। তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যার শামসুদ্দিন সরদারের ছেলে। আহম্মেদ ফয়সাল সরদার বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির স্টাফ রিপোর্ট হিসেবে কাজ করতেন।মন্তব্য