kalerkantho


ঠাকুরগাঁও জেলা বিএনপির বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি    

২০ মার্চ, ২০১৮ ১৩:২৭ঠাকুরগাঁও জেলা বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে পুলিশি বেষ্টনীর মধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে সমাবেশটিকে ঘিরে রাখে পুলিশ। সমাবেশে বিএনপির জেলা সভাপতি তৈমুর রহমারসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন।

এদিকে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান জোরদার করা হয়। মন্তব্য