বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের কবি জসীমউদদীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ 'নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণ সম্পর্কিত প্রচারাভিযান ও সেবা সম্পাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালাম তানজিয়া।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, ফরিদপুর মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. খবিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সাইফুল হাসান।
বক্তারা বলেন, বর্তমান সরকারের সুদক্ষ পরিচালনায় দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। তারা বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের কর্মকাণ্ড নিষ্ঠার সঙ্গে পালন করা আমাদের দায়িত্ব। সকলে মিলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে অবশ্যই দেশ আরো এগিয়ে যাবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের