kalerkantho


ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি    

২০ মার্চ, ২০১৮ ১২:২৫ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি।

মিছিলটি সামনে এগোলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে রাখে। পরে পুলিশি বেষ্টনির মধ্যেই সমাবেশ করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, নলছিটি পৌর বিএনপির সভাপতি মজিবর রহমান, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকারের নানা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। 

   মন্তব্য