kalerkantho


বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নরসিংদীতে মোমবাতি প্রজ্বলন

নরসিংদী প্রতিনিধি    

১৯ মার্চ, ২০১৮ ২২:২৮বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নরসিংদীতে মোমবাতি প্রজ্বলন

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশিসহ সকলের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নরসিংদী জেলা শাখা। আজ সোমবার সন্ধ্যা ৬টায় নরসিংদীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়। 

এ সময় সুজন নেতৃবৃন্দরা নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং দুর্ঘটনার কারণ চিহ্নিত করার দাবি জানান। 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজনের জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক হলধর দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সূর্যকান্ত দাস, নারী নেত্রী রায়হানা সরকার প্রমুখ।
 
এ সময় সুজনের সহযোগী সম্পাদক সানজিদা হক ও তাঁর পরিবারের সদস্যসহ নিহত দেশি-বিদেশি সকলের আত্মার শান্তি কামনা করা হয়।মন্তব্য