kalerkantho


মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বাগেরহাট প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৮ ২২:৩৪মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বাগেরহাটের মোড়েলগঞ্জে পাজারো জিপ গাড়ির চাপায় স্কুলগামী মা ও তার ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক ভ্যানচালক। আজ রবিবার সকালে মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই জিপ গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নিহতরা হলেন- জেলার মোড়েলগঞ্জ উপজেলার দোনা কালিকাবাড়ি গ্রামের মোশারেফ হোসেন হাওলাদারের স্ত্রী শিল্পী  আক্তার (৩৫) এবং তার সাত বছর বয়সী ছেলে ওমর হাওলাদার। ওমর স্থানীয় দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল বলে পুলিশ জানায়।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, ছেলে ওমরকে নিয়ে হাত ধরে হেটে স্কুলে যাচ্ছিলেন  মা শিল্পী আক্তার। পথিমধ্যে দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বাগেরহাট থেকে শরণখোলাগামী একটি পাজারো জিপ গাড়ি তাদের চাপা দেয়। পরে ওই জিপটি একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে পথচারী মা এবং তার ছেলে নিহত হয়। গুরুতর আহতাবস্থায় ভ্যানচালক রুহুল আমিন হাওলাদারকে (৫২) উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি রাশেদুল আরো জানান, এ ঘটনার পর পুলিশ ওই জিপ গাড়িটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।মন্তব্য