kalerkantho


বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

বরিশাল অফিস   

১৮ মার্চ, ২০১৮ ২১:৫৮বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরীরি সভাপতিত্বে সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, বিএএম অনুষদের ডিন প্রফসর বদিউজ্জামান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, দুর্যোগ ব্যবস্থাপনার ডিন প্রফেসর ড. একেএম আবদুল আহাদ বিশ্বাস, সিএসই অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এসএম তাওহিদুল ইসলাম প্রমুখ।মন্তব্য