kalerkantho


মাগুরায় সড়ক দুর্ঘটনায় খুলনার সাবেক চেয়ারম্যান নিহত

মাগুরা প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৮ ২১:১৫মাগুরায় সড়ক দুর্ঘটনায় খুলনার সাবেক চেয়ারম্যান নিহত

মাগুরায় বাসের ধাক্কায় কার্তিক চন্দ্র মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে মাগুরা-নড়াইল সড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কার্তিক মন্ডল খুলনার মাগুরাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সকালে একটি মোটরসাইকেলযোগে কার্তিক মন্ডল মাগুরা থেকে তার নিজ এলাকা খুলনার ডুমুরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।মন্তব্য