kalerkantho


রাজশাহীতে নৌকা ভ্রমণে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৮ ২০:৫০রাজশাহীতে নৌকা ভ্রমণে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

রাজশাহীতে নৌকা ভ্রমণ করতে গিয়ে নদীর পানিতে পড়ে আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময় নামে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছে। আজ শনিবার দুপরে নৌকা ভাড়া করে সহপাঠীদের সঙ্গে মৃন্ময় পদ্মা নদীতে বেড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ মৃন্ময় নগরের মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি চুয়াডাঙ্গায়। তার বাবার নাম মহসীন আলী। 

জানা গেছে, তার খোঁজে পদ্মা নদীতে ফায়ার সার্ভিসের কর্মীদের চালানো অভিযান স্থগিত করা হয়েছে। 

এ বিষয়ে তার সহপাঠীরা জানিয়েছে, তারা তিনজন ছেলে ও তিনজন মেয়ে মিলে আজ দুপুর সাড়ে ১২টার দিকে একটি নৌকা ভাড়া করে পদ্মা নদীতে বেড়াতে যায়। নগরের শ্রীরামপুর এলাকায় অবস্থিত টি-বাঁধ থেকে তাদের নৌকা ছাড়ে। নদীর মাঝখানে চরে গিয়ে নৌকা রেখে তাদের কয়েকজন নদীতে গোসল করে। নৌকার মাঝিও গোসল সেরে নেন। ওখান থেকে বেলা সোয়া একটার দিকে নৌকা ছেড়ে আসার সময় আসিফ নৌকার এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে পার হতে যায়। এ সময় সে পা ফসকে পানিতে পড়ে যায়। তার দুই বন্ধু তাকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়। 

মৃন্ময়ের মামা রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আবদুল মালেক বলেন, ফায়ার সার্ভিসেরা কর্মীরা তখন থেকেই চেষ্টা করছেন। কিন্তু লাশের কোনো খোঁজ পাচ্ছেন না।মন্তব্য