kalerkantho


সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    

১৮ মার্চ, ২০১৮ ১৪:২৯সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ডিবিসি নিউজের বরিশালের ক্যামেরাপারসন সুমন হাসানের ওপর ডিবি পুলিশের নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সময় টিভির অনলাইন এডিটর আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেস ক্লাব সভাপতি সাজেদুল হক সাজু, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, সামসুল ইসলাম টুকু, শহীদুল হোদা অলক, ডাবলু কুমার ঘোষ প্রমুখ।

বক্তারা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।মন্তব্য