kalerkantho


ফরিদপুরে পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ পণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৮ মার্চ, ২০১৮ ১৪:১৪ফরিদপুরে পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ পণ্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু মিছিল বের করার সাথে সাথে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

আজ রবিবার সকাল ১১টার দিকে শহরের আদালত এলাকায় যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরী আশরাফ নান্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া প্রমুখ।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহার ও তাঁর  নিঃশর্ত মুক্তির দাবি জানান।মন্তব্য