kalerkantho


সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি    

১৮ মার্চ, ২০১৮ ১২:২২সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঝালকাঠির সাংবাদিকরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দও, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সাংবাদিক নেতা শ্যামল সরকার, দুলাল সাহা, প্রেস ক্লাব সহ-সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, যুগ্ম সম্পাদক কে এম সবুজ, ডিবিসি নিউজের ঝালকাঠি প্রতিনিধি আল আমিন তালুকদার ও ইনডিপেনডেন্ট নিউজের ঝালকাঠি প্রতিনিধি রহিম রেজা প্রমুখ।

বক্তারা সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্যাতনকারীদের শাস্তি না হলে পুলিশের সংবাদ বর্জনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।মন্তব্য