ভারতে এক বছর কারাভোগের পর ৩৬ বাংলাদেশিকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বেনাপোল চেকপোস্ট দিয়ে শনিবার রাতে তাদেরকে হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দুই বছর আগে কাজের আশায় যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতের কেরালা রাজ্যে যান এসব যুবক। সেখানে ছয় মাস কাজ করার পর কেরালা পুলিশ তাদেরকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ১২ মাস কারাবাসের নির্দেশ দেন।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের মাধ্যমে তাদের আত্মীয় সজনদের কাছে ফেরত দেওয়ার জন্য হস্তান্তর করা হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের