kalerkantho


নগরকান্দায় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৭ মার্চ, ২০১৮ ২২:৪৭নগরকান্দায় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

বঙ্গবন্ধুর জন্মদিনে ফরিদপুরের নগরকান্দায় শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বইটি বিতরণ করেছেন ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জমান জুয়েল। 

আজ শনিবার দুপুরে নগরকান্দা উপজেলার ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ স্বাধীন দেশের এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আগামীতে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নগরকান্দা ও সালথা উপজেলায় আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। জননেত্রী যাকে দলের মনোনয়ন দেবেন। সকলে মিলে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকার পক্ষে কাজ করব। 

ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চৌধুরী ফিরোজ হাসান,মো. আরিফ হোসেন, চৌধুরী মারুফ হোসেন বকুল, চৌধুরী এনায়েত হোসেন প্রমুখ। 

পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মন্তব্য