kalerkantho


চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও শিশু দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি    

১৭ মার্চ, ২০১৮ ২০:১৫চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও শিশু দিবস পালিত

চুয়াডাঙ্গায় আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা। 

আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভায় অনুষ্ঠিত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। মন্তব্য