kalerkantho


ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৮ ১৯:৩৭ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী দিবস ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আজ শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকতা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ায়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক আখতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, পুলিশ সুপার ফারহাত আহমেদ ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর। 

আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মন্তব্য