kalerkantho


বাংলাদেশ রেড ক্রিসেন্টের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৮ ১২:১০বাংলাদেশ রেড ক্রিসেন্টের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল। 

আজ ১৭ মার্চ শনিবার সকাল ৮ টায় সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য জনাব মাহবুব জামান ভুলু জাতীয় পতাকা এবং সোসাইটির স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত পরিচালক জনাব সিরাজুল ইসলাম মোল্লা রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন। এসময় সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নং-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সোসাইটির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।মন্তব্য