kalerkantho


জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৮ ১১:৫৮জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়ক হয়ে শোভাযাত্রাটি শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে গার্ড অব অনার শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
 
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক মোকাম্মেল হকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহেল বাকি, সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি প্রমুখ। 

আলোচনার পর পুরস্কার বিতরণ ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মন্তব্য