kalerkantho


মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

মেহেরপুর প্রতিনিধি    

১৪ মার্চ, ২০১৮ ১৫:৫৭মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

মেহেরপুরের মুজিবনগর সড়কে একটি পিকনিকের বাসের ধাক্কায় কালু মণ্ডল (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার গৌরিনগর গ্রামে শফিকুল ইসলাম মোল্লার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু হোসেন একই গ্রামের সুফল মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ জমিতে কাজ সেরে একটি সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কালু হোসেন। এ সময় মুজিবনগরগামী একটি পিকনিকের বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটেক পড়ে ঘটনাস্থলেই মারা যান কালু মণ্ডল।

মুজিবগর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মন্তব্য