kalerkantho


দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৮ ০১:৫১দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে তিন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক ছাত্র। ওসমানপুর-বলাহার সড়কের সুজা মসজিদ নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বলাহার উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্র একই মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল পথে মোটরসাইকেল একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ছাত্র হাবিবুর রহমানের মৃত্যু হয়।

মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে ৪ জন ছাত্র বাড়ি ফিরছিল।

ঘোড়াঘাট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর নেওয়াজ জানান, অপর তিন জন ছাত্র গুরুতর আহত হয়। আহতদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে আল ইমরান (১৭) ও তার সহোদর  মিলনকে (১৬) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত হাসিবুর উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের ছেলে, আল ইমরান ও মিলন বামনগড়া আধাটিকা গ্রামের সামছুর রহমানের ছেলে। আহত খাদেমুল একই গ্রামের নুর মোহাম্মাদের ছেলে বলে জানা গেছে।মন্তব্য