kalerkantho


ত্রিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৮ ০১:০৯ত্রিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলরে মঙ্গলবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুইজন নিহত ও আহত হয়েছেন আরো দুইজন। আহত দুইজনের একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার ফেরদ্দৌস আলম (৪০) ও জয়নাল আবেদিন (৩৯)। তারা প্রাইভেটকারযোগে ভালুকা থেকে সস্ত্রীক ময়মনসিংহে আসছিলেন।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর নামক স্থানে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-১৭২৪) এটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন (৪৫) নামে প্রাইভেটকারের এক যাত্রী মারা যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে ফেরদ্দৌস আলম (৪০) নামে আরো একজন মারা যান।মন্তব্য