kalerkantho


নেপাল ট্রাডেজিতে নিহতদের স্মরণ

ফরিদপুরে মেডিক্যাল শিক্ষার্থীদের মোমবাতি মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৩ মার্চ, ২০১৮ ২২:৫৮ফরিদপুরে মেডিক্যাল শিক্ষার্থীদের মোমবাতি মিছিল

ছবি : কালেরকণ্ঠ

সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫০ জন নিহত হয়।

নিহতদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মোমবাতি মিছিল করেছে। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম, নেপালী শিক্ষার্থী মুসকান পুখারেল, লিয়াকার শ্রেষ্ঠা, সীমান্ত ভট্টাচার্য, প্রতীক শ্রেষ্ঠা, গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিশ্বের সব দেশে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।মন্তব্য