kalerkantho


গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৮ ০৯:২৯গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার মোট ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বোন আফরুজা বারী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী জিয়া জামান ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।

উপ-নির্বাচনে ১০৯টি ভোট কেন্দ্রে ভোট দেবেন তিন লাখ সাড়ে ৩৮ হাজার ভোটার। বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ-দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদ গত ১৯ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুতে শূন্য এই আসনটি শূন্য হয়।মন্তব্য