kalerkantho


সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৮ ১৩:০৩সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদক বিক্রেতা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আব্দুর রউফ গাজী। তার বয়স আনুমানিক ৫০ বছর। সে ওই গ্রামের মৃত কালু গাজীর ছেলে।

আজ শুক্রবার সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের বরুইমহল গ্রামে এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ওসি সুবির দত্ত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আব্দুর রউফ তার বাড়ির পাশে একটি তাল গাছে রস আহরণের জন্য বাঁশ বাঁধছিলেন। এ সময় অসাবধানতাবশত বাঁশে বৈদ্যুতিক লাইনের তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মন্তব্য