kalerkantho


ভোলায় নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৮ ২৩:২৫ভোলায় নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: কালের কণ্ঠ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভোলায় নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোলা অফিসার্স ক্লাব চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবসের বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়।

নারী উন্নয়ন মেলায় মহিলা বিষয়ক কর্মকর্তাও কার্যালয়, লেডিস ক্লাব, রূপসী বাংলা মহিলা সমিতি, নদী সিকিস্তি মহিলা কল্যাণ সমিতি, ব্র্যাকসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে হাতের কাজের রকমারী বুটিক পণ্য, গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা, নারীদের স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ লিফলেট প্রদর্শন করা হয়।

পরে দিবস উপলক্ষে 'সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম, শহরে কর্মজীবন ধারা স্নোগান নিয়ে' ভোলা স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহামুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলমগীর কবির, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম। এ ছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মন্তব্য