kalerkantho


মেহেরপুরে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি

মেহেরপুর প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৮ ২০:০২মেহেরপুরে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি শুরু হয়। 

জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় মাসুদ অরুণ তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে আর কোনো ষড়যন্ত্র হলে আগামী দিন স্থানীয়ভাবে জেলা বিএনপি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি গ্রহণ করবে। এ সময় নেতাকর্মীরা হাত তুলে তার এ আহ্বানে সাড়া দেন। 

কর্মসূচি পালনকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। মন্তব্য