kalerkantho


মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

মেহেরপুর প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৮ ১৯:৪৯মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মত কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীরাও বিনামূল্যে বই পাচ্ছে। অতি শীঘ্রই একটি সুষ্ঠ নীতিমালা সম্পন্ন হবে। কিন্ডার গার্ডেন স্কুলগুলোও সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে। 

এ সময় কিন্ডার গার্ডেন স্কুলগুলোর সুবিধা–অসুবিধা ও দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফতাব আলী খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শামিমা আক্তার হীরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের উপদেষ্টা সামসুজ্জামান শামিম। 

মতবিনিময় সভায় জেলার ৫৩টি কিন্ডার গার্ডেন স্কুলের পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মন্তব্য