kalerkantho


গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি    

৮ মার্চ, ২০১৮ ১৯:২১গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে। এর মধ্যে নিয়মিত মামলার ও ওয়ারেন্টভুক্ত দুই আসামি রয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের  ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে পুলিশ গতকাল বুধবার রাতে রৌহা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী শামীম শেখ(২৫) কে বারইহাটি বাজার থেকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ব্রাহ্মনখালী বটতলা থেকে নিয়মিত মামলার আসামি আফতাব উদ্দিন ও ওয়াজেদ আলীকে এবং চাইরবাড়িয়া থেকে ওয়ারেন্টভুক্ত আসামি আসাদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র আরো জানায়, অপরদিকে গফরগাঁও থানার এসআই আহসান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে ধামাইল গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে ইমরান(২০)কে আটক করে। এ সময় শান্ত ও সুজন নামে দুই মাদকসেবি পালিয়ে যায়। পরে ইমরানের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। 

পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মন্তব্য