kalerkantho


ফরিদপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

৮ মার্চ, ২০১৮ ১৫:২৩ফরিদপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের মসজিদবাড়ী সড়কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম শাহজাদা মিয়ার নেতৃত্বে অবস্থান ধর্মঘট ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আজম খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান।

 মন্তব্য