kalerkantho


গফরগাঁওয়ে বন্ধুর প্রয়াণে নাগরিক শোকসভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:১১গফরগাঁওয়ে বন্ধুর প্রয়াণে নাগরিক শোকসভা

ময়মনসিংহের গফরগাঁও বহুমুখী সমবায় সমিতির সভাপতি, ত্রিশাল নজরুল একাডেমির সিনিয়র সহকারী  শিক্ষক, উপজেলা শুভসংঘের বন্ধু ও ক্রীড়া সম্পাদক, গফরগাঁও পঁচাশি সামাজিক সংগঠনের ক্রীড়া সম্পাদক, তটিনি খেলাঘর আসরের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও পৌর শাখার সাধারণ সম্পাদক প্রয়াত মীর জাহাঙ্গীর হোসেনের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুলে নাগরিক শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক ও সাংবাদিক ফকির এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মুনজুর মিয়া, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম মাইন উদ্দিন, শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজের অধ্যক্ষ মীর মোজাম্মেল হোসেন মানিক, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম শিকদার, ত্রিশাল নজরুল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক, পঁচাশি সামাজিক সংগঠন ও উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মানিক, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও মায়ামি ফুড প্রোডাক্ট'র ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বিপ্লব, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মো. ফারুকী, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শ্রী দীলিপ রায়, শৈলেন্দ্র ভৌমিক, সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, ঢালী জুবায়ের আল সামস প্রমুখ।

উল্লেখ্য, মীর জাহাঙ্গীর হোসেন (৪৮) গত ৩১ জানুয়ারি  ত্রিশাল নজরুল একাডেমিতে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।    মন্তব্য