kalerkantho


দোহারের পদ্মায় ঢাকার মাদ্রাসা ছাত্র নিখোঁজ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি    

২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৪১দোহারের পদ্মায় ঢাকার মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে ইমাম হোসেন নামের (১৪) এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে মধুরচর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

ইমাম ঢাকার গেণ্ডারিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। সে ওই এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম হোসেন বৃহস্পতিবার ঢাকার গেণ্ডারিয়া থেকে দোহারের মধুরচরে নানা খলিল কাজীর বাড়িতে বেড়াতে আসে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে মধুরচর পদ্মা নদীতে গোসল করতে নামে সে। এরপর  পানিতে নিখোঁজ হয় সে। মন্তব্য